কুলাউড়ায় লকডাউন অমান্য করায় জরিমানা
প্রকাশিত হয়েছে : ০৫ এপ্রিল ২০২১, ৭:২০:৪৪ অপরাহ্ন
কুলাউড়া প্রতিনিধি : কুলাউড়া উপজেলা শহরে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করার অপরাধে সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা প্রশাসনের উদ্যোগে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করে আইন অমান্যকারী ব্যবসা প্রতিষ্ঠানের মালিকসহ পথচারীদের জরিমানা করা হয়েছে।
কুলাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজরাতুন নাঈম এর নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টের অভিযানে কুলাউড়া থানা পুলিশদের এক টিম অংশগ্রহণ করেন। অভিযানকালে কুলাউড়া উপজেলা শহরের ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার অপরাধে ৪টি ব্যবসা প্রতিষ্ঠান মালিককে ও মাস্ক পরিধান না করায় ৯ জন ক্রেতা-পথচারীসহ ১৩ টি মামলায় ৩ হাজার ৩ শত টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। পরে অর্থদন্ডের টাকা পরিশোধ করে দন্ডপ্রাপ্তরা মুক্তিলাভ করে।
কুলাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজরাতুন নাঈম জানান, করোনা দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সরকারের লকডাউন আইন ও মাস্ক পরিধানসহ দোকানপাট বন্ধ করা নিশ্চিতকরণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।