জুড়ীতে ৫ জনকে জরিমানা
প্রকাশিত হয়েছে : ০৫ এপ্রিল ২০২১, ৭:৪২:২৩ অপরাহ্ন
জুড়ী সংবাদদাতা : মৌলভীবাজারের জুড়ীতে সরকারি ঘোষণা অমান্য করা, লকডাউন না মানা ও মাস্ক না পরায় ৫ জনকে ৩ হাজার ২শ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে উপজেলা শহরের কামিনীগঞ্জ বাজার ও জাঙ্গিরাই ত্রিমুহনী এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আল-ইমরান রুহুল ইসলাম।
উপজেলা স্বাস্থ্য বিভাগ ও জুড়ী থানা পুলিশের সহযোগিতায় করোনা সংক্রমণ প্রতিরোধে সরকার নির্দেশিত ১৮ দফা বাস্তবায়নে কাজ করছে উপজেলা প্রশাসন। তারই অংশ হিসেবে ভ্রাম্যমাণ আদালত কালে দন্ডবিধি ২৬৯ ধারায় ৫ জনকে ৩ হাজার ২শ টাকা জরিমানা ও ৫টি মামলা করা হয়। সেই সাথে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।
এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সমরজিৎ সিংহ, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ প্রিয়জ্যোতি ঘোষ অনিক ও জুড়ী থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী উপস্থিত ছিলেন।