শাল্লায় ট্রাক্টর চাপায় শ্রমিক নিহত
প্রকাশিত হয়েছে : ০৫ এপ্রিল ২০২১, ৭:৫০:৫৪ অপরাহ্ন
সুনামগঞ্জ প্রতিনিধি : শাল্লা উপজেলার আনন্দপুরে ট্রাক্টর চাপায় মহিতুষ প্রকাশ বাদল দাস (৩৩) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। সোমবার সকালে উপজেলার আনন্দপুর বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত বাদল একই উপজেলার হবিবপুর গ্রামের মানিক দাসের ছেলে।
পুলিশ জানায়, প্রতিদিন সকালে বিভিন্ন জায়গায় গিয়ে বালু উঠানামা করতেন বাদল। সোমবার সকালে তিনি আনন্দপুর বাজারে পৌঁছালে রাস্তার সামনের দিকে আসা একটি ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন শাল্লা থানার ওসি নাজমুল হক। তিনি বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রস্তুতি নিচ্ছে। দুর্ঘটনার পর ট্রাক্টর রেখে চালক পালিয়ে যায়।