যতদিন বাঙালি জাতি থাকবে বঙ্গবন্ধু শ্রদ্ধার আসনে আসীন থাকবেন: মিসবাহ সিরাজ
প্রকাশিত হয়েছে : ০৫ এপ্রিল ২০২১, ৮:০৯:০৮ অপরাহ্ন
বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ বলেছেন, যতদিন বাঙালি জাতি থাকবে, ততদিন বঙ্গবন্ধু শ্রদ্ধার আসনে আসীন থাকবেন। বিশ্বের আর কোন রাষ্ট্র প্রধান বা নেতা জাতির স্বাধীনতা ও উন্নয়ন রাষ্ট্র গঠনের জন্য জীবন দিয়েছেন এমন দৃষ্টান্ত বিরল।
রোববার বিকেলে নগরীর জিন্দাবাজারে মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে বাংলাদেশ জাতীয় যুব উন্নয়ন পরিষদ ও বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার রজতজয়ন্তী উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
বাংলাদেশ জাতীয় যুব উন্নয়ন পরিষদের সভাপতি ডা. এম. এ. রকিবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনোরঞ্জন তালুকদারের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. বশির আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েল, সিলেট জেলা বারের এডিশনাল পিপি এডভোকেট শামসুল ইসলাম, ১৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. বেলাল উদ্দিন, ওসমানী যাদুঘরের সহকারি কিপার মো. জিয়ারত হোসেন খান, হাওর উন্নয়ন পরিষদ সিলেটের সভাপতি সুরঞ্জিত বর্মন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী বঙ্গবন্ধু লীগ সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক খালেদ হোসেন, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য মো. ইউসুফ সেলু, যুব উন্নয়ন পরিষদের সাধারণ সাংবাদিক খালেদ মিয়া, সম্পাদক মো. মামুন চৌধুরী, মো. আব্দুল বারী, সিলেট জেলা ট্রাক-কাভার্ডভ্যান মালিক সমিতির সদস্য পবিত্র রঞ্জন দাস প্রমুখ। বিজ্ঞপ্তি