গোয়াইনঘাটে লকডাউনে প্রায় স্বাভাবিক অবস্থা
প্রকাশিত হয়েছে : ০৫ এপ্রিল ২০২১, ৮:১৮:৩০ অপরাহ্ন
গোয়াইনঘাট প্রতিনিধি: গোয়ইনঘাটে সপ্তাহব্যাপী লকডাউনের প্রথম দিন সোমবার হাটবাজার যানবহন চলাচল ভোরে স্বাভাবিক থাকলেও বেলা বাড়ার সাথে সাথে প্রশাসনের তৎপরতায় তা কিছুটা কমে যায়। বিভিন্ন রাস্তায় পুলিশ যাত্রীবাহী যানবাহন আটকে দিলে যাত্রীরা পড়েন দুর্ভোগে। উপজেলা সদরে সকাল থেকে স্বাভাবিকভাবেই যান চলাচল করে। উপজেলা সদর বাজারে সবকিছু ছিল স্বাভাবিক, হোটেলের চিত্র ছিল অন্য দিনের মতই। জনসমাগম অফিস পাড়ায় কম হলে বাজারে ছিল স্বাভাবিক চিত্র। দূরপাল্লার বাস চলতে দেখা যায়নি। শহীদ মিনার প্রাঙ্গণে ছিল শতশত ভাতাভোগীর উপচে পড়া ভীড়।