ছাতকে থানা ভাংচুরের ঘটনায় গ্রেফতার ১৯
প্রকাশিত হয়েছে : ০৫ এপ্রিল ২০২১, ৮:৪৬:২২ অপরাহ্ন
ছাতক সংবাদদাতা: ছাতকে হেফাজত কর্মীদের পুলিশের উপর হামলা ও থানা ভাংচুরের ঘটনায় এ পর্যন্ত ১৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার পর্যন্ত শহরের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জয়নাল আবেদীন (২৮), রাজন আহমদ (২৬), একরাম হোসেন (২২), সামছুদ্দিন (২৩), সুমন আহমদ (২০), আলী হোসেন (২৮), মোস্তাফিজুর রহমান ফাহিম (১৯), জনি আহমদ (১৯) ও আবুল হোসেন (৩০) কে সুনামগঞ্জ জেলহাজতে প্রেরণ করা হয়েছে। রোববার রাতে আরো ১০জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে কয়েকজন ছাত্রদল নেতাও রয়েছে বলে জানা গেছে।
পুলিশের উপর হামলা ও থানা ভাংচুরের ঘটনায় রোববার ছাতক থানার এসআই আনোয়ার মিয়া বাদী হয়ে ৯৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৯শ জনের বিরুদ্ধে একটি পুলিশ এসল্ট মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে শনি ও রোববার সুনামগঞ্জের সিনিয়র পুলিশ সুপার, ছাতক সার্কেল বিল্লাল হোসেন ও ছাতক থানার অফিসার ইনচার্জ শেখ নাজিম উদ্দিনের নেতৃত্বে অভিযান চালিয়ে শহরের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারী অভিযানে ওসি (তদন্ত) মিজানুর রহমান, সেকেন্ড অফিসার হাবিবুর রহমান পিপিএমসহ পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ছাতক থানার অফিসার ইনচার্জ শেখ নাজিম উদ্দিন জানান, গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।