পানির বোতলে মদ: আটক ১
প্রকাশিত হয়েছে : ০৫ এপ্রিল ২০২১, ৮:৫০:৩৯ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: পানির বোতলে মদ বিক্রি করার অভিযোগে নগরী থেকে একজনকে আটক করেছে র্যাব। এসময় তার কাছ থেকে ২৮৮ লিটার চোলাই মদ উদ্ধার করে। আটককৃতের নাম হেমেন্দ্র পাল (৪৫)। সে সুনামগঞ্জ জেলার তাহিরপুর থানাধীন বড়খলা গ্রামের মৃত বীরেন্দ্র পালের ছেলে।
র্যাব-৯ এর এএসপি (মিডিয়া) ওবাইন জানান, রোববার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর পশ্চিম সুবিদবাজারস্থ লাভলী রোড থেকে মাদক কারবারি হেমেন্দ্র পালকে (৪৫) গ্রেফতার করেছে র্যাব। এসময় র্যাব তার কাছ থেকে পানির বোতলে রক্ষিত ২৮৮ লিটার চোলাই মদ উদ্ধার করে। সোমবার দুপুরে কোতোয়ালি থানা পুলিশ মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে হেমেন্দ্র পালকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে।