২ ম্যাজিস্ট্রেটে চলবে সিলেটের আদালত
প্রকাশিত হয়েছে : ০৫ এপ্রিল ২০২১, ৮:৫১:১৮ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: করোনাভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ায় সোমবার থেকে দেশে এক সপ্তাহের লকডাউন শুরু হয়েছে। চলমান লকডাউনে সিলেটের আদালত প্রাঙ্গনে দেখা দিয়েছে স্থবিরতা। প্রথম দিনে আদালত পাড়ায় বিচারপ্রার্থীদের ভীড় থাকলেও আইনজীবিদের উপস্থিতি ছিল সীমিত। একাধিক আদালত থাকলেও বিচারক উপস্থিত ছিলেন মাত্র দুইজন। এখন থেকে দুইজন বিচারকের মাধ্যমেই চলবে সিলেটের আদালতের বিচার কার্যক্রম।
এ ব্যাপারে সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট এটিএম ফয়েজ উদ্দিন দৈনিক জালালাবাদকে বলেন, হাইকোর্টের নির্দেশনা মোতাবেক চলবে সিলেটের আদালত। হাইকোর্ট বিভাগ লকডাউন চলাকালে জামিন শুনানী, রিট, জামিনের আবেদনসহ অন্যান্য বিষয়ে ২ সপ্তাহের সময় বৃদ্ধি করেছে। সিলেটের আদালতপাড়াও লকডাউনের আওতাভুক্ত বিধায় কার্যক্রমে কিছুটা স্থবিরতা রয়েছে। লকডাউনের শুরুতে এখন পর্যন্ত ভার্চুয়্যালী আদালত পরিচালনার কোন নির্দেশনা না থাকায় বিচার কার্যক্রম চালাতে দায়িত্বরত বিচারকদের বেগ পেতে হবে। এখন থেকে সিলেট মেট্রোপলিটন এলাকার জন্য ১ জন ম্যাজিস্ট্রেট ও জুডিশিয়াল আদালতের জন্য ১ জন ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। এই ২ ম্যাজিস্ট্রেট দিয়ে আপাতত সিলেট আদালতের কার্যক্রম চলছে। লকডাউনের এক সপ্তাহ শেষে ১১ এপ্রিল পরবর্তি সিদ্ধান্ত নেয়া হবে।