দক্ষিণ সুরমায় রিকশা চালক খুন: গ্রেফতার ২
প্রকাশিত হয়েছে : ০৫ এপ্রিল ২০২১, ৮:৫২:২৯ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: মাদক সেবনকে কেন্দ্র করে নগরীর দক্ষিণ সুরমায় ধারালো অস্ত্রের আঘাতে এক নেশাগ্রস্থ রিকশাচালক খুন হয়েছে।
তার নাম ফরিদুল ইসলাম (২৬)। রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে দক্ষিণ সুরমা থানার লাউয়াই কাশবন আইসক্রিম ফ্যাক্টরি সংলগ্ন আব্দুস সবুর মিন্টু মিয়ার কলোনিতে ঘটনাটি ঘটে।
এ ঘটনায় জড়িত সন্দেহে দুজন মাদকসেবীকে গ্রেফতার করেছে দক্ষিণ সুরমা থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন, রংপুর জেলার কোতোয়ালী থানাধীন মনসুর আলীর পুত্র জিয়ারুল (২৫) ও একই এলাকায় মুন্সিপাড়া গ্রামের নুরুল ইসলামের পুত্র বুলবুল ইসলাম (৩০)।
তথ্য নিশ্চিত করেছেন এসএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) বিএম আশরাফ উল্লাহ তাহের।
সূত্রে জানা যায়, লাউয়াইস্থ আব্দুস সবুর মন্টু মিয়ার কলোনীর ভাড়া করা একটি রুমে ৪ রিক্সাচালকের মধ্যে নেশা করা অবস্থায় কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে গ্রেফতারকৃত জিয়ারুল, বুলবুল ও অজ্ঞাত আরেক জনসহ নিহত ফরিদুলের উরুতে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। আঘাতে প্রচন্ড রক্তক্ষরণ হয়। তাৎক্ষণিক তারা ফরিদুলকে ওসমানী হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান- এসএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) বিএম আশরাফ উল্লাহ তাহের।