প্রচ্ছদ সিলেট লকডাউনের ২য় দিন সিলেটে আজকের খন্ডচিত্র প্রকাশিত হয়েছে : ০৬ এপ্রিল ২০২১, ২:২৯:৫৫ অপরাহ্ন আজ লকডাউনের ২য় দিনে নগরীর বিভিন্ন এলাকায় গতকালের চেয়ে জনসমাগম ও যান চলাচল বেড়েছে। ছবিগুলো তুলেছেন দৈনিক জালালাবাদ এর স্টাফ ফটোগ্রাফার হুমায়ূন কবীর লিটন। সকাল ১১টা, সিলেট মহাসড়কের চন্ডিপুল দুপুর ১২টা, কালিঘাট পাইকারী বাজার। দুপুর ১২.৩০, সিলেটের লালবাজার এলাকা। দুপুর ১টা, বন্দরবাজার এলাকা। সিলেট এর আরও খবর নগরজুড়ে যানজট, ভোগান্তি এসএমপি উত্তর অফিস পরিদর্শন করলেন পুলিশ কমিশনার মূল্য তালিকা নেই, কালীঘাটের ৫ দোকানিকে জরিমানা কুশিয়ারায় ধরা পড়ল ১শ’ কেজির বাঘাইড়