নগরীতে সিসিকের অভিযান
প্রকাশিত হয়েছে : ০৬ এপ্রিল ২০২১, ৭:৩৫:২৫ অপরাহ্ন
লকডাউনে নগরীতে মঙ্গলবার অভিযান চালিয়েছে সিসিকের মোবাইল কোর্ট। এসময় স্বাস্থ্যবিধি না মানা, রেস্টেুরেন্টে বসে খাবার পরিবেশন, ফুটপাত দখল এবং বেআইনিভাবে নদীতে ময়লা আবর্জনা ফেলে পরিবেশ দূষণের অভিযোগে ৬ ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করে তারা। এতে ২৭ হাজার টাকা আদায় করা হয়েছে।
সিসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিজন কুমার সিংহের নেতৃত্বে কালিঘাট, মেন্দিবাগ এলাকায় এই অভিযান চালানো হয়। এসময় সিসিক প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ হানিফুর রহমান, জনসংযোগ কর্মকর্তা আব্দুল আলিম শাহ, বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারি এবং সিলেট মহানগর পুলিশের একটি দল উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি