গোলাপগঞ্জে কৃষি ভর্তুকির যন্ত্রপাতি বিতরণ
প্রকাশিত হয়েছে : ০৬ এপ্রিল ২০২১, ৭:৩৮:১৩ অপরাহ্ন
গোলাপগঞ্জে কৃষি ভর্তুকির যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে। সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় এ যন্ত্রপাতি বিতরণ করা হয়। মঙ্গলবার উপজেলা কৃষি অফিসের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে টেলিকনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন কৃষিমন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাক এমপি।
সকালে উপজেলা চত্বরে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ গোলাম কবির। এতে অতিথি ছিলেন সিলেটের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক বাবু দিলীপ কুমার অধিকারী। বক্তব্য রাখেন সিলেটের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপ পরিচালক মোঃ সালাউদ্দিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনসুর আহমদ, মহিলা ভাইস চেয়ারম্যান নাজিরা আক্তার শীলা. জেলা আ’লীগের সদস্য সৈয়দ মিছবাহ উদ্দিন, উপজেলা কৃষি অফিসার মোঃ আনিছজ্জামান ও গৌতম পাল। অনুষ্ঠানে উপজেলার ১০জন কৃষককে ৪টি কম্বাইন্ড হারভেস্টার, ৫টি রিপার ও একটি রাইস ট্রান্সপ্লান্টার প্রদান করা হয়। ৫০% থেকে ৭০% ভর্তুকির দিয়ে এসব যন্ত্রপাতি কৃষকদের মধ্যে বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি