এক বোতল বাংলা মদসহ আটক ২
প্রকাশিত হয়েছে : ০৬ এপ্রিল ২০২১, ৮:১২:০৪ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : শহরতলীতে এক বোতল দেশী বাংলা মদসহ ২ যুবককে আটক করেছে পুলিশ। এ ঘটনায় মাদক আইনে মামলা দায়ের হয়েছে। মঙ্গলবার বিকালে সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া উইং অতিরিক্ত উপ-কমিশনার বিএম আশরাফ উল্যাহ তাহের এক বিজ্ঞপ্তিতি এ তথ্য জানান।
এতে বলা হয়, সোমবার এয়ারপোর্ট থানা এলাকায় রাত্রিকালীন পুলিশের একটি টহল দল বারবিকিউ এন্ড টি হাউজের সামনে সন্দেহজনক অবস্থায় ২ যুবককে দেখে তাদেরকে আটক করে। এ সময় তল্লাশী করে ১ বোতল বাংলা মদ জব্দ করে পুলিশ।
আটককৃতরা হলো, সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার দক্ষিণ কামলাবাজের আব্দুস শহীদের ছেলে আদনান বাশার (২১) এবং চট্টগ্রামের পুটিয়া উপজেলার পিংগলা এলাকার সঞ্জীব কান্তির ছেলে শাওন (২১)। পরে এয়ারপোর্ট থানায় পুলিশ বাদী হয়ে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে।