সিলেটে নারীসহ ২ মাদক ব্যবসায়ী কারাগারে
প্রকাশিত হয়েছে : ০৬ এপ্রিল ২০২১, ৮:১৬:১৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেটে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত ২ পলাতক আসামীকে গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার দুপুরে আদালতের নির্দেশে তাদের কারাগারে পাঠানো হয়।
তারা হলেন, সিলেট সদর উপজেলার বুরজান চা বাগানের বেলতলা এলাকার মৃত দীন দয়ালের ছেলে চিন্তাচাষা ও খাদিমনগর চা বাগানের উত্তর লাইনের দুলাল মালির স্ত্রী লক্ষীমালি।
র্যাব-৯ এর মিডিয়া উইং এএসপি ওবাইন জানান, সোমবার গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে ও সন্ধ্যায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে র্যাব। তারা দু’জন এয়ারপোর্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়েরকৃত দুটি পৃথক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী।