কানাইঘাটে বিদেশী মদ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ০৬ এপ্রিল ২০২১, ৮:১৮:০৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেটের কানাইঘাটে পরিত্যাক্ত অবস্থায় বিভিন্ন ব্রান্ডের ৬৫ বোতল বিদেশী মদ উদ্ধার করেছে র্যাব। উদ্ধারকৃত মদের মধ্যে ৩১ বোতল সিগনেচার, ২৪ বোতল রয়েল ট্যাগ ও অফিসার্স চয়েস ১০ বোতল।
মঙ্গলবার দুপুরে এ তথ্য জানান র্যাব-৯ এর মিডিয়া উইং এএসপি ওবাইন। তিনি বলেন, সোমবার রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বড়বন্দবাজার এলাকা থেকে পরিত্যাক্ত অবস্থায় ৬৫ বোতল মদ উদ্ধার করা হয়।
পরে কানাইঘাট থানায় জিডি মূলে উদ্ধারকৃত আলামত হস্তান্তর করে র্যাব।