সুনামগঞ্জে ৬ দোকানিকে জরিমানা
প্রকাশিত হয়েছে : ০৬ এপ্রিল ২০২১, ৮:২৮:৫৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : দক্ষিণ সুনামগঞ্জে র্যাব ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে অভিযান চালিয়ে ৬টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।
মেয়াদ উর্ত্তীণ ও ভেজালদ্রব্য রাখা ও বিক্রির অপরাধে এসব ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ২৬ হাজার টাকা জরিমানা করা হয়। মঙ্গলবার র্যাব-৯ এর সদর দপ্তরের গণমাধ্যম শাখা থেকে এ তথ্যটি জানানো হয়।
জরিমানাকৃত প্রতিষ্ঠানের মধ্যে রিচমুন কনফেকশনারীকে ৮ হাজার টাকা, মধুবন মিস্টি বিপনীকে ২ হাজার টাকা, জুমা স্টোরকে ৩ হাজার টাকা, রাজু স্টোরকে ৪ হাজার টাকা, মিজান ফার্মেসী’কে ৬ হাজার টাকা এবং আল-মদিনা স্টোরকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানাকৃত অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেয়া হয়েছে।
এর আগে সোমবার র্যাব-৯ সিপিসি-৩ সুনামগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল লে. কমান্ডার সিঞ্চন আহমেদ ও এএসপি মো. আব্দুল¬াহ এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সুনামগঞ্জের সহকারী পরিচালক মো. শফিকুল ইসলানের নেতৃত্বে দক্ষিণ সুনামগঞ্জে এ অভিযান হয়।