সিলেটে বন্ধ ড্রাইভিং লাইসেন্স-বায়োমেট্রিক কার্যক্রম
প্রকাশিত হয়েছে : ০৬ এপ্রিল ২০২১, ৯:১৯:০১ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: সাতদিনের লকডাউনের কারণে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সিলেট জেলায় ড্রাইভিং লাইসেন্স সংক্রান্ত পরীক্ষা ও বায়োমেট্রিক গ্রহণ সহ সকল কার্যক্রম স্থগিত করেছে। বিআরটিএ সিলেট কার্যালয়ের মোটরযান পরিদর্শক (ইন্সপেক্টর) মাহবুব রাব্বানী দৈনিক জালালাবাদকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, কেন্দ্রীয় নির্দেশনার আলোকে আমাদের কার্যক্রম বন্ধ রয়েছে। বিআরটিএ অফিসে কাজ না করলেও বিভিন্ন ভ্রাম্যমাণ আদালতে তারা সময় দিচ্ছেন বলেও জানান তিনি।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বিআরটিএ পরিচালক (ইঞ্জিনিয়ার) শীতাংশু শেখর বিশ্বাস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোভিড-১৯ এর বিস্তার রোধে বিভিূন্ন মেট্রোপলিটন ও জেলা এলাকার ড্রাইভিং লাইসেন্স সংক্রান্ত পরীক্ষা গ্রহণ এবং পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের বায়োমেট্রিক কার্যক্রম আপাতত ১১ এপ্রিল পর্যন্ত স্থগিত করা হয়েছে। যথাযথ কর্তৃপক্ষের এতে অনুমোদন রয়েছে।