মুন্সিগঞ্জের মিরকাদিমে মেয়রের বাসভবনে বিস্ফোরণ, দগ্ধ ১৩ জন
প্রকাশিত হয়েছে : ০৭ এপ্রিল ২০২১, ৯:৫২:২৩ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : মুন্সিগঞ্জের মিরকাদিম পৌরসভার মেয়র আব্দুস ছালামের বাসভবনে হঠাৎ বিস্ফোরণে মেয়রের স্ত্রী ও চারজন কাউন্সিলরসহ ১৩ জন দগ্ধ হয়েছেন।
মঙ্গলবার (৬ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে রামগোপালপুর এলাকায় মেয়রের বাসভবনে এ বিস্ফোরণ ঘটে। দগ্ধরা হলেন, মো. তাজুল (২০) মো. মোশারফ (৫০), মো. মনির হোসেন (৫০), শ্যামল দাস (৪৫), পান্না (৫৫), কালু (৪৫), কানন, (৪০), ইদ্রিস আলী (৫০), কাউন্সিলর মো. সোহেল (৫২), কাউন্সিলর আওলাদ হোসেন (৪৭), কাউন্সিলর দ্বীন ইসলাম (৪০), কাউন্সিলর রহিম বাদশা (৫৫) ও মহিউদ্দিন (৫২)।
দগ্ধ কাউন্সিলর আওলাদ হোসেন জানান, পৌরসভার একটি কাজের ব্যাপারে চারজন কাউন্সিলরসহ আমরা কয়েকজন মেয়রের বাসায় আলোচনা করছিলাম। হঠাৎ বিকট শব্দে কিছু একটা বিস্ফোরণ ঘটে। কিসের থেকে এমন বিস্ফোরণ ঘটেছে তা এখনও বলতে পারছি না।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের সহকারী (ইনচার্জ) (এএসআই) আব্দুল খান বিষয়টি নিশ্চিত করে জানান, মুন্সীগঞ্জের ঘটনায় দগ্ধ ১২ জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তিনি চিকিৎসকের বরাত দিয়ে জানান, মেয়র পতœী কানন বেগমের শরীরের ৬০ শতাংশ দগ্ধ হয়েছে। আশঙ্কাজনক হিসেবে আইসিইউতে ভর্তি করা হয়েছে। বাকি ১০ জনের শরীরের ৫ থেকে ২০ শতাংশ দগ্ধ হয়েছে।