নাটোরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন
প্রকাশিত হয়েছে : ০৭ এপ্রিল ২০২১, ১১:২৩:১৮ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : নাটোরের গুরুদাসপুরে পারিবারিক বিরোধের জেরে ছোট ভাই আব্দুল মালেকের হাতে বড় ভাই আব্দুল খালেক (৫৫) খুন হয়েছেন।
মঙ্গলবার রাতে উপজেলার পুরুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোরে খালেক মারা যান। এলাকাবাসী সূত্রে জানা যায়, বাড়িতে টয়েলেট নির্মাণ নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিরোধ বাধে। মঙ্গলবার রাতে এ নিয়ে ঝগড়া বাধে। ছোট ভাই মালেক হাসুয়া দিয়ে বড় ভাই খালেককে আঘাত করে। আহত খালেককে প্রথমে নাটোর সদর হাসপাতাল এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোরে তার মৃত্যু হয়।
গুরুদাসপুর থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।