মোটরসাইকেল দুর্ঘটনায় ছাত্রলীগ সভাপতির মৃত্যু
প্রকাশিত হয়েছে : ০৭ এপ্রিল ২০২১, ৬:০১:১৫ অপরাহ্ন
মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জে মাধবপুর উপজেলার সুরমা চা বাগান মহাসড়কে মোটর সাইকেল ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে একজন ঘটনাস্থলেই নিহত হয়েছেন। তিনি চুনারুঘাট পৌর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আমীর খান শিপন (২৫)।
এসময় তার বন্ধু চাঁন মিয়া (২৩) গুরুতর আহত হন। বুধবার দুপুরে মাধবপুর উপজেলার ঢাকা সিলেট পুরাতন মহাসড়কের সুরমা চা বাগানে এ ঘটনা ঘটে।
তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক গোলাম মোস্তফা জানান, নিহত আমীর খান শিপন তার বন্ধু চান মিয়াকে নিয়ে মোটরসাইকেলযোগে চুনারুঘাট থেকে তেলিয়াপাড়া যাওয়ার পথে অপরদিক থেকে আসা একটি পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষে আমীর খান শিপন ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় তার বন্ধু চাঁন মিয়া গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ পিকআপটিকে আটক করেছে।