দক্ষিণ সুরমায় খাদ্য সামগ্রী বিতরণ
প্রকাশিত হয়েছে : ০৭ এপ্রিল ২০২১, ৬:৪১:০৫ অপরাহ্ন
দক্ষিণ সুরমার লালাবাজার ইউনিয়নের বাগেরখলায় হাজী ওয়াদ আলী ট্রাস্টের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে এলাকার অসহায় দরিদ্র জনসাধারণের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে বাগেরখলাস্থ মরহুম ওয়াদ আলীর বাড়িতে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। হাজী ওয়াদ আলী ট্রাস্টের চেয়ারম্যান আব্দুল বারী আজাদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামীলীগের সদস্য হাবিবুর রহমান হাবিব।
যুব সংগঠক আব্দুল ওয়াদুদ শাহনুর এর পরিচালনায় খাদ্য বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা পরিষদের সদস্য মতিউর রহমান মতি, ৬নং লালাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পীর ফয়জুল হক ইকবাল, সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি রাহাত তরফদার, স্থানীয় ইউপি সদস্য ফখরুল ইসলাম, জেলা যুবলীগ নেতা শাহীন আলী, বিশিষ্ট ব্যবসায়ী সিরাজ উদ্দিন, বিশিষ্ট রাজনীতিবিদ আব্দুল আওয়াল, এপেক্সিয়ান তাহেদুর রহমান প্রমুখ। বিজ্ঞপ্তি