কানাইঘাটে নানা হত্যায় নাতি আটক
প্রকাশিত হয়েছে : ০৭ এপ্রিল ২০২১, ৭:২০:৫৫ অপরাহ্ন
কানাইঘাট প্রতিনিধি: কানাইঘাট লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের এরালিগুল গ্রামে গত মঙ্গলবার রাত ১১ টার দিকে নাতির পাথরের আঘাতে নানা নিহত হয়েছেন। এ ঘটনায় আব্দুল কাদির (৩২) কে গ্রেফতার করেছে কানাইঘাট থানা পুলিশ।
জানা যায়, এরালিগুল খাছাড়িপাড়া গ্রামের মৃত মরতুজ আলীর পুত্র আব্দুল কাদির তার পালক নানা একই গ্রামের আব্দুল মালিক উরফে মলিক মিয়া (৭৩) এর বাড়িতে থাকত। বিভিন্ন বিষয়ে নানার সাথে তার মনমালিন্য দেখা দেয়। এতে ক্ষুদ্ধ হয়ে মঙ্গলবার রাতে মলিক মিয়া স্থানীয় দনা বাজার থেকে নিজ বাড়িতে ফেরার পথে গ্রামের মসজিদে আগ থেকে ওঁৎ পেতে থাকা নাতি আব্দুল কাদির নানাকে লক্ষ্য করে একটি বড় পাথর ছুঁড়ে মারলে বুকে প্রচন্ড আঘাত পেয়ে ঘটনাস্থলেই মৃত্যুর কোলে ঢলে পড়েন মলিক মিয়া। পরে আব্দুল কাদিরকে স্থানীয় লোকজন আটক করে।
তাৎক্ষণিক খবর পেয়ে কানাইঘান থানার এসআই মজিবুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে আব্দুল কাদিরকে গ্রেফতার করে এবং মালিক মিয়ার লাশ উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে। এ ঘটনায় মলিক মিয়ার পুত্র আবুল কাসিম বাদী হয়ে থানায় গ্রেফতারকৃত আব্দুল কাদিরের বিরুদ্ধে বুধবার একটি হত্যা মামলা দায়ের করেছেন।