কমলগঞ্জ প্রেসক্লাবে উন্নয়ন কাজের উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ০৭ এপ্রিল ২০২১, ৭:২৪:০২ অপরাহ্ন
কমলগঞ্জ প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জে নির্মাণাধীন প্রেসক্লাব ভবনের আন্ডারগ্রাউন্ডের ছাদ ঢালাই কাজের উদ্বোধন করা হয়েছে। বুধবার সকাল ১০টায় এ কাজের উদ্বোধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. ইমতিয়াজ আহমেদ বুলবুল, জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ মো. হেলাল উদ্দিন, পৌর মেয়র মো. জুয়েল আহমদ, কাউন্সিলর গোলাম মুগ্নী মুহিত, জসিম উদ্দিন শাকিল, পৌরসভার প্রকৌশলী মুহাম্মদ বেলাল চৌধুরী, কবি শহীদ সাগ্নিক, প্রেসক্লাবের বর্তমান ও সাবেক নেতৃবৃন্দ, কমলগঞ্জ সাংবাদিক সমিতি, উপজেলা সাংবাদিক ফোরাম, কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি, মফস্বল সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং সুশীল সমাজের নেতৃবৃন্দ।