জকিগঞ্জে ২ হাজার পিস ইয়াবাসহ ১ জন আটক
প্রকাশিত হয়েছে : ০৭ এপ্রিল ২০২১, ৭:২৪:৪২ অপরাহ্ন
জকিগঞ্জ প্রতিনিধি : জকিগঞ্জ থানা পুলিশ ২ হাজার পিস ইয়াবাসহ ১ জনকে আটক করেছে। আটক এবাদুর রহমান খলাছড়া ইউনিয়নের নরসিংহপুর গ্রামের মুফজ্জিল আলীর ছেলে।
পুলিশ জানায়, বীরশ্রী ইউনিয়নের মাদ্রাসা বাজার এলাকার আমীর আলীর দোকানের সামনে পাকা রাস্তার উপর জকিগঞ্জ শেওলা অভিমুখী আগত একটি সিএনজি গাড়িকে তল্লাশি করে ২ হাজার পিছ ইয়াবা ও একটি সিএনজি গাড়িসহ এবাদুর রহমানকে আটক করা হয়। তার বিরুদ্ধে জকিগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।