ছাতকে চিকিৎসক অপসারণের দাবিতে কর্মবিরতি
প্রকাশিত হয়েছে : ০৭ এপ্রিল ২০২১, ৭:২৮:২২ অপরাহ্ন
ছাতক সংবাদদাতা: ছাতকের কৈতক হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ মোজাহারুল ইসলামকে অপসারণের দাবিতে হাসপাতালে দায়িত্বরত কর্মকর্তা-কর্মচারীরা কর্মবিরতি পালন করেছে। মঙ্গলবার সকালে হাসপাতাল চত্ব¡রে ঘন্টাব্যাপী কর্মবিরতি পালন করে তারা। কর্মবিরতি চলাকালে বক্তব্য রাখেন হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স কৃষ্ণা রাণী দাস, আমেনা নাহিদ, আয়েশা বেগম, স্বপ্না বেগম, অফিস সহকারি সঞ্চয় কুমার দাস, ভিজিটর জুবেরা বেগম, ওয়ার্ড বয় মাসুক মিয়া, জাউয়া ইউপি সদস্য আব্দুর রহিম, স্থানীয় শফিকুল হক মহাজন প্রমুখ।
এসময় সিনিয়র স্টাফ নার্স মনোয়ারা বেগম, জেরি জেসিন্তা পাথাং, স্বাস্থ্য সহকারি আবুল হোসেন, আজেফর আলী, জুলেখা বেগম, লোকমান, রিংকু দস্তিদার, ফয়সাল, শাহিদা, সাবিনা, হ্যাপি, দিপালীসহ প্রমুখ উপস্থিত ছিলেন।