লকডাউন শিথিলের দাবিতে ব্যবসায়ীদের সভা
প্রকাশিত হয়েছে : ০৭ এপ্রিল ২০২১, ৭:৩১:৫৫ অপরাহ্ন
সরকার ঘোষিত ৭ দিনের লকডাউন শিথিল ও পরবর্তীতে লকডাউন বৃদ্ধি না করার দাবি জানিয়ে সিলেট জেলা ও মহানগর ব্যবসায়ী ঐক্য পরিষদের যৌথ উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর ১২টায় হাসান মার্কেট ব্যবসায়ী সমিতির কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা চলমান লকডাউন শিথিলের দাবিতে আগামী শনিবার সকাল ১১টায় কোর্ট পয়েন্টে মানববন্ধন কর্মসূচী গ্রহণ করা হয়।
মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের উপদেষ্টা ও হাসান মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি মো. রইছ আলীর সভাপতিত্বে ও মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সিনিয়র সহ সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন ও সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল আহাদ।
বক্তব্য রাখেন মধুবন সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. আলা মিয়া, নেহার মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আমজাদ আলী, সিলেট সিটি সেন্টার ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল মুমিন মল্লিক মুন্না, সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. সিরাজ উদ্দিন, দরগাহ বাজার ব্যবসায়ী সমিতির সহ সভাপতি মুফতি নেহাল উদ্দিন, সিটি সুপার মার্কেটের সভাপতি মো. জইনুল হোসেন, কাকলী শপিং সেন্টারের সভাপতি মো. জাকারিয়া ইমরুল, খায়রুন-সহির প্লাজা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. মাসুক আহমদ, মিতালী ম্যানশন ব্যবসায়ী সমিতির সভাপতি ওলিউর রহমান চৌধুরী, হাসান মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নিয়াজ মো. আজিজুল করিম, দরগাহ বাজার ব্যবসায়ী সমিতির সহ সাধারণ সম্পাদক সৈয়দ রাজন আহমদ, ব্লুওয়াটার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. শাহেদ আহমদ, লামাবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক কাইয়ুম শাহীদ, মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সহ সাধারণ সম্পাদক রিহাদুল হাসান রুহেল,
নিউ শ্যামলী মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি মনোয়ার হোসেন মুন্নান, হাসান মার্কেট ব্যবসায়ী সমিতির সহ সভাপতি আহমদ আফজাল সিরাজ পাভেল, হাসান মার্কেট সহ সভাপতি মো. আখতার হোসেন সোহেল, সহ সাধারণ সম্পাদক মো. শাহেদ বক্স, বঙ্গবীর রোড ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক রুহেল আলম, করিম উল্লাহ মার্কেটের সদস্য সদস্য মকসুদুর রহমান চৌধুরী, সিটি সুপার মার্কেটের সাধারণ সম্পাদক মো. আতাউর রহমান রজব, জেলা ফুল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ফরহাদুজ্জামান চৌধুরী, নয়াসড়ক ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হোসেন আহমদ, কুমারপাড়া ব্যবসায়ী সমিতির সভাপতি মো. লিয়াকত আলী মিটু, নয়াসড়ক বিজনেস এসোসিয়েশনের সহ সাধারণ সম্পাদক তাহমিদুল হাসান জাবেদ, পূর্ব দরগাগেইট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. জাহিদুর রহমান প্রমুখ। বিজ্ঞপ্তি