কোম্পানীগঞ্জে মোবাইল কোর্টের জরিমানা
প্রকাশিত হয়েছে : ০৭ এপ্রিল ২০২১, ৮:২১:৪১ অপরাহ্ন
কোম্পানীগঞ্জ প্রতিনিধি: রমজানকে সামনে রেখে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে অভিযান চালিয়েছে মোবাইল কোর্ট। বুধবার সকাল সাড়ে ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত উপজেলা নির্বাহী অফিসার সুমন আচার্যের নেতৃত্বে পুলিশ সদস্যদের উপস্থিতিতে উপজেলার দয়ারবাজারে অভিযান চালানো হয়।
এসময় মূল্য তালিকা না থাকায় ৩ টি গ্রোসারি শপে ২৮ হাজার টাকা জরিমানা করা হয় এবং অন্য একটি দোকানে মাস্ক না পরায় ১ হাজার টাকা জরিমানা করা হয়। এতে ৪ টি মামলায় মোট ২৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেই সাথে যাদের মাস্ক নেই তাদের মাস্ক বিতরণ করা হয়েছে।
এছাড়াও করোনা সংক্রমণ প্রতিরোধে ও লকডাউন নিশ্চিত করতে প্রতিদিনই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মোবাইল কোর্ট পরিচালিত হচ্ছে।
উপজেলা নির্বাহী অফিসার বলেন, ‘রমজান মাসে দ্রব্য মূল্য নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে। কেউ অধিক মূল্যে নিত্যপণ্য বিক্রি করলে আমাদেরকে জানানোর অনুরোধ রইলো।