মহাসড়ক ব্যারিকেট দিয়ে ডাকাতি, আটক ২
প্রকাশিত হয়েছে : ০৭ এপ্রিল ২০২১, ৮:০৯:৫৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেট-ঢাকা মহাসড়কে ব্যারিকেট দিয়ে ডাকাতির প্রস্তুতিকালে এলাকাবাসীর সহায়তায় ২ ডাকাতকে আটক করেছে পুলিশ। এ সময় ২টি রামদা দা, চাপাতি, দড়ি ও ৫টি মোবাইল ফোন জব্দ করা হয়।
বুধবার ভোরে মহাসড়কের রশিদপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকের সত্যতা নিশ্চিত করেছেন বিশ্বনাথ থানার উপ-পরিদর্শক দেবাশীষ শর্মা।
আটককৃত ডাতাররা হলো, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার আমতলী গ্রামের মো. হাফিজের পুত্র আল-আমিন (২২) ও ঝিনাইদহ জেলা সদরের মুরারীদহ গ্রামের শরীফুল ইসলাম শেখের ছেলে মো. এরশাদুল শেখ ওরফে রাজ (২৮)।
এ বিষয়ে বিশ্বনাথ থানার ওসি শামীম মূসা বলেন, তাদের বিরুদ্ধে ডাকাতি ও মাদকদ্রব্য আইনে একাদিক মামলা রয়েছে। বুধবার তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।