দোয়ারাবাজারে ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ০৭ এপ্রিল ২০২১, ৮:১২:১৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সুনামগঞ্জের দোয়ারাবাজারে ইয়াবা ব্যবসায়ী আব্দুল কুদ্দুসকে (২৫) গ্রেফতার করেছে র্যাব। এ সময় তার কাছ থেকে ৮২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
বুধবার পুলিশ তাকে মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে। কুদ্দুস দোয়ারাবাজার থানাধীন ধরমপুর গ্রামের জহির মিয়ার ছেলে।
বিষয়টি নিশ্চিত করেন র্যাব-৯ এর মিডিয়া উইং এএসপি ওবাইন বলেন, মঙ্গলবার গোপন তথ্যের ভিত্তিতে কনকগর গ্রামে র্যাব অভিযান পেশাদার ইয়াবা ব্যবসায়ী কুদ্দুসকে আটক করে। পরে র্যাব বাদী হয়ে তার বিরুদ্ধে মাদক মামলা দায়ের শেষে আলামতসহ আসামী দোয়ারাবাজার থানা পুলিশের কাছে হস্তান্তর করে।