গোয়াইনঘাটে নবনির্মিত প্রশাসনিক ভবনে কার্যক্রম শুরু
প্রকাশিত হয়েছে : ০৭ এপ্রিল ২০২১, ৮:২৯:২৮ অপরাহ্ন
গোয়াইনঘাট প্রতিনিধি: গোয়াইনঘাট উপজেলা কমপ্লেক্সের সম্প্রসারিত নবনির্মিত ভবনে প্রশাসন ও পরিষদের অফিসের কার্যক্রম বুধবার থেকে শুরু হয়েছে। সকাল সাড়ে ১১টায় মোনাজাতের পর কার্যক্রম শুরু করেন ভবনের নিচতলায় নির্ধারিত কক্ষে। আজ থেকে কার্যক্রম চলবে বলে জানান নির্বাহী অফিসার তাহমিলুর রহমান। পর্যায়ক্রমে সকল অফিস এই ভবনে আসবে। গত ২৩ জানুয়ারী প্রায় ৫ লক্ষ টাকা ব্যয়ে প্রশাসনিক ভবন হলরুমের উদ্বোধন করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশি কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি ।