উজাড় হচ্ছে সারি-গোয়াইনঘাট রাস্তার গাছ
প্রকাশিত হয়েছে : ০৭ এপ্রিল ২০২১, ৮:৩০:১৩ অপরাহ্ন
গোয়াইনঘাট প্রতিনিধি: সিলেটের গোয়াইনঘাটে সারি গোয়াইনঘাট রাস্তায় রোপিত কয়েক লক্ষ টাকার গাছ কেটে নিয়েছে একটি চক্র। এলাকাবাসী সূত্রে জানা যায়, গত ৩ দিনে ঐ রাস্তার আটলী হাই এলাকায় কমপক্ষে ১০টি গাছ দিন দুপুরে কেটে বিক্রি করা হয়েছে।
মঙ্গলবার বিকেল ৫টা পর্যন্ত কাটা গাছ রাস্তার পাশেই রাখা ছিল, আজও কিছুটা রয়েছে। অবাধে দিনেদুপুরে এভাবে বৃক্ষ নিধনে অনেকেই হতবাক। লোকজন জানান বিষয়টি প্রশাসনকে অবহিত করা হয়েছে। এলাকার লোকজন বলেন, নানা অজুহাতে রাস্তায় ড্রেন নির্মাণের নামে গাছ কাটা হয়েছে।