গোয়াইনঘাটে ব্যাংকে প্রতিবন্ধী লাঞ্ছিত, ভাতাভোগীদের দুর্ভোগ
প্রকাশিত হয়েছে : ০৭ এপ্রিল ২০২১, ৮:৩৪:৪৫ অপরাহ্ন
গোয়াইনঘাট প্রতিনিধি: গোয়াইনঘাটে এশিয়া ব্যাংক এজেন্ট শাখা মাতুরতলে বিভিন্ন ভাতাভোগীদের অন্তহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। উপরন্তু একজন প্রতিবন্ধীকে ব্যাংক কর্মচারী কর্তৃক মারপিটের অভিযোগ পাওয়া গেছে। উক্ত এজেন্ট শাখার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে হয়রানি ও অনিয়মের অভিযোগ জনপ্রতিনিধি প্রশাসনকে জানিয়ে আসলেও বিষয়টি সুরাহা হচ্ছে না। ভুক্তভোগীদের দাবী তাদের ভাতা পূর্বের মত গোয়াইঘাট সদরে কোন ব্যাংকে দেয়া হউক।
গত বুধবার দুপুরে ঐ শাখায় ভাতা আনতে গিয়ে ব্যাংক কর্মচারী কর্তৃক মারপিটের শিকার হয়েছেন গোয়াইন গ্রামের প্রতিবন্ধী নির্মল বিশ্বাস। তিনি বলেন, ৭ দিন ভাতার জন্য গিয়েছি, সারাদিন বসিয়ে রেখে সন্ধ্যায় ফিরিয়ে দেয়া হয় টাকা নেই, সার্ভার কাজ করছে না এমন কথা বলে। আজ আমি ভাতার জন্য ব্যাংকে গেলে আমাকে ধাক্কা দেয় পরে আমাকে মারধর করে। বিষয়টি নির্বাহী কর্মকর্তাকে জানালে পরে আমাকে ডেকে নিয়ে ভাতা প্রদান করে।
ভাতাভোগীদের অন্তহীন অভিযোগ আর দুর্ভোগের আহাজারী চলছে দীর্ঘ দু’মাসেরও বেশী সময় থেকে। উপজেলা সদর থেকে ১৬/১৭ কিঃ মিঃ দূরে গিয়ে ভাতা আনা বয়স্ক প্রতিবন্ধীদের রয়েছে জীবনের ঝুঁকি, তাছাড়া সেখানে যান চলাচলের রাস্তা ছাড়া দাঁড়ানোর জায়গা নেই। ব্যাংকে থাকেনা টাকা। আসতে যেতে মাসিক ভাতার চেয়ে বেশী টাকা খরচ হয়। সাথে নিতে হয় অতিরিক্ত লোক।
এ ব্যাপারে জানতে চাইলে ইউএনও বলেন, একজন প্রতিবন্ধীকে ঠেলাধাক্কা দেয়ার কথা আমাকে জানানো হয়েছে। ব্যাংক শাখার ম্যানেজার হুমায়ুন বলেন, আমার কর্মচারীর সাথে ঐ প্রতিবন্ধীর সিরিয়েল ভাঙ্গার ঘটনায় হতে পারে, আমি দেখিনি। ইউএনও স্যার ফোন দিয়েছেন, ঐ ব্যক্তিকে টাকাও দিয়ে দেয়া হয়েছে। এর জন্য আমি দুঃখিত।