মামুনুল হকের বিরুদ্ধে আরও ৩ মামলা, গ্রেফতার ৩
প্রকাশিত হয়েছে : ০৭ এপ্রিল ২০২১, ৮:৪৮:৩৭ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক : নারায়ণগঞ্জের হেফাজত নেতাকর্মীদের তা-বের ঘটনার তিন দিন পর হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হককে প্রধান আসামি করে ৮৩ জনের নাম উল্লেখ করে পুলিশ বাদী হয়ে দুটি মামলা দায়ের করেছে। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের রয়েল রিসোর্টে মামুনুল হককে এক নারীসহ স্থানীয় জনতার অবরুদ্ধ করার ঘটনায় ক্ষিপ্ত হয়ে তারা এ তা-ব চালায়।
বুধবার (৭ এপ্রিল) দুপুরে সোনারগাঁও থানায় দুই পুলিশ কর্মকর্তা বাদী হয়ে মামলা দুটি দায়ের করেন। এছাড়া এক সংবাদকর্মীকে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা মারধর ও লাঞ্ছিত করার ঘটনায় আরও একটি মামলা হয়েছে। সোনারগাঁও থানার ওসি মো. হাফিজুর রহমান মামলার দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনটি মামলায় হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হককে প্রধান আসামি করে ৫শ’-৬শ জনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় এজহারভুক্ত তিন জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে পুলিশের দুটি মামলার এজাহারভুক্ত আসামি একজনের নাম মোস্তফা বলে জানা গেছে। মোস্তফাকে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।