লকডাউনেও যানজট!
প্রকাশিত হয়েছে : ০৭ এপ্রিল ২০২১, ৯:৫০:৩২ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার :
সিলেটে করোনার সংক্রমণ বৃদ্ধি এবং টিকা গ্রহনের ধসের মাঝেও লকডাউন মানার আগ্রহ নেই। ৩য় দিনেও সরব সিলেটের সর্বত্র। রাস্তা-ঘাট সচল। যানজট ও জনজটের সেই চিরচেনা চিত্র ফিরে এসেছে। চলেছে রিক্সা, সিএনজি অটোরিকশা, মোটর সাইকেল রাইড ও বাসহ গণপরিবহন। দিনভর বেচা-কেনা হয়েছে ফুটপাতে।
নিষেধাজ্ঞা উপেক্ষা করে আঞ্চলিক সড়কগুলোতে সকাল থেকে বাস চলাচল করতে দেখা গেছে। এর আগে মঙ্গলবার বিকেলে সিলেটের আঞ্চলিক সড়কে বাস চলাচলের ঘোষণা দেন শ্রমিকরা। স্বাস্থ্যবিধি না মেনেই আসনের অতিরিক্ত যাত্রী পরিবহন করেছে বাসগুলো। কোনো কোনো বাসে দাঁড়িয়ে ঠাসাঠাসি করেও যাত্রী পরিবহন করতে দেখা গেছে। প্রথম দু’দিনের মতোই আদায় করা হয়েছে অতিরিক্ত ভাড়া। তবে দুপুরের দিকে পুলিশ প্রশাসনের অনুরোধের ভিত্তিতে বাস বন্ধ করা হয় বলে জানান সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক।
সকাল ৮টা থেকে সিলেটে টাউন বাস চলাচলও শুরু হয়। কিন্তু নির্দেশনা অমান্য করে টাউন বাস সিটি করপোরেশন এলাকার বাইরেও যাত্রী পরিবহন করে। নিয়ম অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে এক সিট খালি রেখে যাত্রী পরিবহনের কারণে ৬০ ভাগ ভাড়া বেশি নেওয়ার কথা থাকলেও টাউন বাস অতিরিক্ত ভাড়া আদায় করছে। এদিকে, লকডাউনের মাঝে ব্যবসায়ীরাও দোকান-পাট চালু করতে দৃঢ় প্রতিজ্ঞ। তারা জানিয়েছেন, রোববার থেকে সিলেটে সব দোকান-পাট চালু করা হবে।
এ অবস্থায় স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগছে, আসলে কোন দিকে যাচ্ছে করোনা পরিস্থিতি, কোন দিকে যাচ্ছে দেশ!