৩০৫ আইসিইউ বেড, ফাঁকা মাত্র ২০
প্রকাশিত হয়েছে : ০৭ এপ্রিল ২০২১, ৯:৩৫:৩৯ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক : স্বাস্থ্য অধিফতরের তালিকাভুক্ত রাজধানীর সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোতে নিবিড় পরিচর্যা কেন্দ্র-আইসিইউতে বেড রয়েছে মোট ৩০৫টি। এর মধ্যে বুধবার (৭ এপ্রিল) পর্যন্ত ফাঁকা রয়েছে মাত্র ২০টি বেড।
বুধবার করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর এ তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, অধিদফতরের তালিকাভুক্ত সরকারি হাসপাতালগুলোর মধ্যে কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালের ১৬টি আইসিইউ বেড, কুর্মিটোলা জেনারেল হাসপাতালের ১০টি, সরকারি কর্মচারী হাসপাতালের ৬টি, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ২০ বেডের সবগুলোতে রোগী ভর্তি আছে।
কেবলমাত্র শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালের ১৬ বেডের মধ্যে দুইটি, মুগদা জেনারেল হাসপাতালের ১৯ বেডের মধ্যে একটি, শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের ১০ বেডের মধ্যে ছয়টি, রাজারবাগ পুলিশ হাসপাতালের ১৫ বেডের মধ্যে একটি এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ২০ বেডের মধ্যে একটি মাত্র আইসিইউ বেড ফাঁকা রয়েছে।
এতদিন অধিদফতরের তালিকাভুক্ত বেসরকারি হাসপাতালগুলোতে বেড ফাঁকা থাকলেও সেখানেও কমতে শুরু করেছে আইসিইউ বেড। তালিকাভুক্ত আনোয়ার খান মর্ডান মেডিক্যাল কলেজ হাসপাতালের ২২ বেড, আসগর আলী হাসপাতালের ১৮ বেড, ইবনে সিনা হাসপাতালের ৭টি বেড, ইম্পালস হাসপাতালে ৫২ বেড, এ এম জেড হাসপাতালের ১০ বেড আর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের ৯টি বেডের সবগুলোতে রোগী ভর্তি রয়েছে।
কেবলমাত্র স্কয়ার হাসপাতালের ১৯ বেডের মধ্যে তিনটি, ইউনাইটেড হাসপাতালের ১৫ বেডের মধ্যে চারটি, এভার কেয়ার হাসপাতালের ২১ বেডের মধ্যে দুইটি বেড ফাঁকা রয়েছে।
অর্থাৎ, অধিদফতরের তালিকাভুক্ত সরকারি ও বেসরকারি হাসপাতালের মোট ৩০৫টি আইসিইউ বেডের মধ্যে রোগী ভর্তি আছেন ২৮৫ জন, আর বেড ফাঁকা রয়েছে মাত্র ২০টি।
অধিদফতর জানায়, রাজধানী বাইরে সারা দেশে এতদিন আইসিইউ বেড ফাঁকা থাকার চিত্র দেখা গেলেও এখন ভর্তি রোগীর সংখ্যা বাড়ছে। অধিদফতর জানিয়েছে, সারা দেশে করোনা আক্রান্ত রোগীদের জন্য মোট আইসিইউ বেড রয়েছে ৬০২টি, তাতে রোগী ভর্তি আছেন ৪৩৩ জন, আর বেড ফাঁকা রয়েছে ১৬৯টি।