জামালগঞ্জে ট্রলির ধাক্কায় শিশু নিহত
প্রকাশিত হয়েছে : ০৮ এপ্রিল ২০২১, ৫:৩৬:৫৬ অপরাহ্ন
জামালগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের জামালগঞ্জে ট্রলির ধাক্কায় এক শিশু নিহত হয়েছে। নিহতের নাম মো. জিসান মিয়া (৪)। সে উপজেলার উত্তর ইউনিয়নের পূর্ব কালিপুর গ্রামের সাফায়াত হোসেনের ছেলে। বৃহস্পতিবার দুপুরে এ ঘটনাটি ঘটে। পুলিশ শিশুর লাশ উদ্ধার করেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শিশুটি পরিবারের লোকজনের সাথে মাঠ থেকে আলু তুলে ফেরার পথে রাস্তার পাশে একটি ট্রলি তাকে ধাক্কা দেয়। এতে শিশুটি ঘটনাস্থলেই মারা যায়। ঘাতক চালককে আটক করতে পারেনি পুলিশ। জামালগঞ্জ থানার ওসি মো. সাইফুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।