হাজীগঞ্জ বাজার বণিক সমিতির কমিটি গঠন
প্রকাশিত হয়েছে : ০৮ এপ্রিল ২০২১, ৫:৪১:০০ অপরাহ্ন
বড়লেখা প্রতিনিধি : বড়লেখা পৌরশহরে হাজীগঞ্জ বাজার বণিক সমিতির আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। বুধবার দুপুরে পৌর মেয়র আবুল ইমাম মো.কামরান চৌধুরীর সভাপতিত্বে ও পৌর কাউন্সিলার রেহান পারভেজ রিপনের সঞ্চালনায় অনুষ্ঠিত আহ্বায়ক কমিটি গঠনের মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ। প্রায় ৬ মাস পূর্বে হাজীগঞ্জ বাজার বণিক সমিতির সভাপতি মৃত্যুবরণ করেন। এরপর কার্যকরী কমিটির অন্যান্য সদস্যরা একে একে পদত্যাগ করায় পৌরশহরের প্রধান বাজারেরর ৩ সহ¯্রাধিক ব্যবসায়ী অভিভাবহীন হয়ে পড়েন।
সভায় সর্বসম্মতিতে ব্যবসায়ী আব্দুল হান্নানকে আহবায়ক, ছাইদুল ইসলাম, আব্দুর রহমান, হারুনুর রশিদ বাদশা, জাবেদুল ইসলাম সবুজকে যুগ্ম আহবায়ক ও শৈলেন্দ্র দেবনাথকে কোষাধ্যক্ষ করে ১৩ সদস্যের আহবায়ক কমিটি গঠিত হয়েছে। কমিটির সদস্যবৃন্দ হলেন সেলিম আহমদ, হারুনুর রশিদ, মোস্তফা জামান আব্বাস, ছালেহ আহমদ জুয়েল, আব্দুল হক, মীর শামীমুর রহমান, আব্দুল লতিফ।
উল্লেখ্য উক্ত আহবায়ক কমিটিকে আগামী ২ মাসের জন্য মনোনীত করা হয়েছে। পরবর্তী এক মাসের মধ্যে এ আহ্বায়ক কমিটি নির্বাচনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে নবাগতদের নিকট দায়িত্ব হস্তান্তর করবে। পৌর মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরীকে প্রধান নির্বাচন কমিশনার মনোনীত করা হয়েছে।