সাবেক নৌ-কর্মকর্তা আব্দুল কাদিরের ইন্তেকাল
প্রকাশিত হয়েছে : ০৮ এপ্রিল ২০২১, ৬:৪৪:৫৮ অপরাহ্ন
সিলেট নগরীর রামেরদিঘির পশ্চিমপার নিবাসী অবসরপ্রাপ্ত নৌ কর্মকর্তা প্রবীণ সমাজসেবী সৈয়দ আব্দুল বৃহস্পতিবার দুপুর ১২টায় বার্ধক্যজনিত কারণে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…………… রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর।
বর্ণাঢ্য কর্মজীবনের অধিকারী সৈয়দ আব্দুল কাদির ১৯৫৩ সালে রাণী এলিজাবেথের করোনেশনসহ বিভিন্ন দুর্লভ অর্জনের পাশাপাশি বার্ধক্যে এসেও তিনি সামাজিক কর্মকান্ডে জড়িত ছিলেন। ১৯৬৫ সালের পাক-ভারত যুদ্ধেও তিনি সরাসরি অংশগ্রহণ করেন।
মরহুমের বড় ছেলে সৈয়দ শাহজাহান কাদির পরিবার নিয়ে যুক্তরাজ্যে বসবাস করছেন। ২য় ছেলে সৈয়দ ইমরান আহমদ সিলেটের একটি স্বনামধন্য বিদ্যালয়ের গণিতের শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন।
বৃহস্পতিবার বাদ এশা দরগাহে হযরত শাহজালাল (রহ.) এর জামে মসজিদে মরহুমের নামাজের জানাযা অনুষ্ঠিত হয়। পরে দরগাহের গোরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়। বিজ্ঞপ্তি