আইডিয়া ও পেনী এপিলের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ
প্রকাশিত হয়েছে : ০৮ এপ্রিল ২০২১, ৬:৪৭:৩৩ অপরাহ্ন
হাওর বেষ্টিত হত দরিদ্র মানুষের জন্য ৩০ দিনের খাবারের চাহিদা পূরণ করার লক্ষ্যে ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট এফেয়ার্স (আইডিয়া)’র উদ্যোগে পেনী এপিলের সহযোগিতায় শুকনো খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার রৌয়াইল গ্রামে রমজান মাসে এলাকার শিশু ও বয়স্কসহ সকল মানুষের পুষ্টি চাহিদা পূরণ করে ২৪০ টি পরিবারকে খাদ্য সামগ্রী প্রদান করা হয়।
খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে, ৫০ কেজি চাল, ৫ লিটার তৈল, ৫ কেজি ডাল (মসুর), ১০ কেজি আটা, ৩ কেজি ছোলা, ১০ কেজি আলু, ১০ কেজি পেঁয়াজ, ২ কেজি রসুন, ১ কেজি আদা, ২ কেজি চিনি, ২ কেজি লবণ, ১ কেজি গুড়া দুধ, ১ কেজি সেমাই, ২ কেজি খেজুর, ১ কেজি ডিটাজেন্ট এবং ২ টি সাবান। মানুষকে তার খাদ্য নিরাপত্তা ও পুষ্টি চাহিদা পূরণ সহ স্বাস্থ্যবিধি মেনে জীবনযাপন করে নিজের সহ পরিবারের উন্নয়ন করা এই প্রকল্পের মূল উদ্দেশ্য। আইডিয়ার নির্বাহী পরিচালক নজমুল হক খাদ্য সামগ্রী বিতরনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রৌয়াইল উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নুরুল ইসলাম। অনুষ্ঠানটি সমন্বয় করেন প্রকল্প সমন্বয়কারী মো: শাহিনুব রহমান। বিজ্ঞপ্তি