বিশ্বনাথে সাংবাদিকদের সাথে বিদায়ী ইউএনও’র মতবিনিময়
প্রকাশিত হয়েছে : ০৮ এপ্রিল ২০২১, ৭:১৭:০৭ অপরাহ্ন
বিশ্বনাথ প্রতিনিধি: বিশ্বনাথে কর্মরর্ত স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বর্ণালী পাল। হবিগঞ্জের সদর উপজেলায় বদলী হওয়ায় দীর্ঘদিনের কর্মস্থল বিশ্বনাথের সাংবাদিকদের কাছ থেকে বিদায় নিতেই বিআরডিবি মিলনায়তনে বুধবার বিকেল ৩টার দিকে ওই মতবিনিময় সভার আয়োজন করেন ইউএনও।
সভায় বক্তারা বিশ্বনাথে ইউএনও হিসেবে বর্ণালী পালের কর্মকান্ডের মূল্যায়ন করে বলেন, স্বল্প সময়ে নিজের কর্মকান্ড দিয়ে সর্বস্তরের মানুষের মন জয় করতে সক্ষম হয়েছেন তিনি।
নিজের বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বর্ণালী পাল বলেন, বিশ্বনাথে সর্বস্তরের মানুষের সার্বিক সহযোগিতায় চেষ্টা করেছি নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করার। দায়িত্ব পালনকালে বিশ্বনাথকে নিজের উপজেলা মনে করেই কাজ করেছি।
ইউএনও’র বিদায়ী মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি কাজী মুহাম্মদ জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাইফুল ইসলাম বেগ, সাধারণ সম্পাদক আব্বাস হোসেন ইমরান, সাংবাদিক জাহাঙ্গীর আলম খায়ের, আশিক আলী, কামাল মুন্না, নবীন সোহেল।
এসময় উপস্থিত ছিলেন বিশ্বনাথ প্রেসক্লাবের সহ সভাপতি তজম্মুল আলী রাজু, সদস্য নূর উদ্দিন, আবুল কাশেম, সাংবাদিক মোশাহিদ আলী, বদরুল ইসলাম মহসিন, আহমদ আলী হিরন, ফটো সাংবাদিক শফিকুল ইসলাম শফিক প্রমুখ। সভাশেষে সাংবাদিকদের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।