ভারতীয় কসমেটিক্স ও কাপড়ের চালান আটক
প্রকাশিত হয়েছে : ০৮ এপ্রিল ২০২১, ৭:৩৫:৫৮ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেটের দক্ষিণ সুরমায় ভারতীয় পণ্যের চালান আটক করা হয়েছে। বৃহস্পতিবার ভোরে তেতলী ইউনিয়নের ঢালিপাড়া এলাকার আবদুল মান্নানের ভাড়া করা গোডাউন থেকে এসব পণ্যের চালানটি আটক করা হয়।
তবে এ ঘটনায় পুলিশ কেউকে গ্রেফতার করতে পারেনি।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) বিএম আশরাফ উল্যাহ তাহের জানান, শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ী, থ্রিপিস ও কসমেটিক্স এনে জনৈক আবদুল মান্নানের গোডাউনে মজুদ করে রাখা হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে অভিযান চালিয়ে ভারতীয় পণ্যের চালানটি আটক করে।