দক্ষিণ সুরমায় ভারতীয় বিড়িসহ চোরাকারবারি গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ০৮ এপ্রিল ২০২১, ৭:৩৮:৪১ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেটের দক্ষিণ সুরমার বলদীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় বিড়িসহ ১ চোরাকারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
এ সময় দুটি প্রাইভেট কার থেকে ১ লাখ ১ হাজার শলাকা ভারতীয় নাসির বিড়ি উদ্ধার করে।
বৃহস্পতিবার সকালে দক্ষিণ সুরমা থানা পুলিশ তাকে বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে। গ্রেফতারকৃত জুয়েল মিয়া বিশ্বনাথের কারিজুরি গ্রামের শাহ আলমের ছেলে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত জুয়েল পেশাদার চোরাকারবারি। সে ভারত থেকে অবৈধভাবে নাসির বিড়ি দেশে নিয়ে আসে। বুধবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে বলদী গ্রামের ব্রীজের পাশে চেকপোস্ট বসিয়ে দুটি প্রাইভেট কার থেকে ভারতীয় বিড়ি উদ্ধার করে পুলিশ। এ সময় ১ লাখ ১ হাজার শলাকা ভারতীয় নাসির বিড়ি উদ্ধার করে পুলিশ।