দক্ষিণ সুরমায় ১০ কেজি গাঁজাসহ দম্পতি আটক
প্রকাশিত হয়েছে : ০৮ এপ্রিল ২০২১, ৭:৪৩:০২ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : দক্ষিণ সুরমা থেকে ১০ কেজি গাঁজাসহ পেশাদার মাদক কারবারি দম্পতিকে আটক করেছে র্যাব। এ ঘটনায় মাদক আইনে মামলা দায়ের হয়েছে। বৃহস্পতিবার এ দম্পতিকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
তারা হলো, কুমিল্লার সূজানগর পূর্বপাড়ার মৃত আব্দুর রাজ্জাকের ছেলে মো. আলমগীর হোসেন (৩২) ও তার স্ত্রী মোছা. জেসমিন আক্তার (৩০)।
এর আগে বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ এর উপ-অধিনায়ক মেজর মো. শওকাতুল মোনায়েম, এএসপি ওবাইন ও এএসপি আফসান আল আলমের যৌথ নেতৃত্বে সদর কোম্পানি সিলেট ক্যাম্পের একটি দল দক্ষিণ সুরমার হুমায়ন রশিদ চত্ত্বরে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। এ সময় ১০ কেজি ২০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। পরে র্যাব মাদক আইনে মামলা দায়ের করে আসামীদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করে।