বিশ্বম্ভরপুরে ২য় ডোজ টিকা শুরু
প্রকাশিত হয়েছে : ০৮ এপ্রিল ২০২১, ৮:২৫:১৫ অপরাহ্ন
বিশ্বম্ভরপুর প্রতিনিধি: বিশ্বম্ভরপুরে কোভিড-১৯ করোনা ভাইরাসের প্রতিশেধক ২য় ডোজের টিকা নেওয়া শুরু হয়েছে। বৃহস্পতিবার বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সকাল থেকে করোনা ২য় ডোজের টিকা দেওয়া হয়।
এতে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ সফর উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাদি উর রহিম জাদিদ, উপজেলা আ’লীগ সভাপতি বেনজির আহমদ মানিক, প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মনসহ যারা গত ২ মাস পূর্বে যারা ১ম ডোজ টিকা নিয়েছিলেন তারাই শুধুমাত্র ২য় ডোজ টিকা নিচ্ছেন। টিকাদান কর্মসূচি চলমান থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানান।