চতুর্থ দিনে আরো স্বাভাবিক সিলেট
প্রকাশিত হয়েছে : ০৮ এপ্রিল ২০২১, ৮:৫৯:৫৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : প্রথম দিন থেকেই সিলেটে লকডাউন অনেকটাই ছেলেখেলায় রূপ নেয়। শপিং কমপ্লেক্স আর দূর পাল্লার বাস ছাড়া আর কোথাও কোন প্রভাব পড়েনি হাঁকডাক করে দেয়া লকডাউনে। আর চতুর্থ দিনে এসে লকডাউন যেন উপহাসেই রূপ নিলো!
কাল ৪র্থ দিনে আরও অনেক দোকানপাট খুলেছে। বেড়েছে থ্রি-হুইলার, রিক্সা এবং ব্যক্তিগত যানবাহন। রাস্তাঘাট এবং বাজারগুলোতেও আগের চেয়ে ভিড় বেড়েছে। প্রায় স্বাভাবিক দিনেই ফিরেছে সিলেট। যদিও লকডাউন বাস্তবায়নে কিছু অভিযান চালিয়েছে সিটি কর্পোরেশন ও জেলা প্রশাসন।
বৃহস্পতিবার নগর ঘুরে দেখা গেছে, বড় বড় শপিং মল না খুললেও আগের চেয়ে অনেক দোকানপাঠ খুলেছে। বিশেষ করে নগরীর বন্দর বাজার, জিন্দাবাজার, মহাজন পট্রি, কালিঘাটসহ বিভিন্ন এলাকায় পোষাক, প্রসাধনী এবং বিভিন্ন পণ্যের দোকান খুলেছে। জমজমাট বেচাকেনা হয়েছে ফুটপাতে। মিরাবাজারসহ বিভিন্ন এলাকায় লকডাউনের আওতাভুক্ত অনেক ব্যবসা প্রতিষ্ঠান এক সাটার খোলে ব্যবসা করতেও দেখা গেছে।
লকডাউনে শুরু থেকেই মানুষের উদাসীনতা ছিলো চোখে পড়ার মতো। প্রথম তিনদিনের তুলনায় চতুর্থ দিনে আরও বেশী গা ছাড়া ভাব ছিলো মানুষের মাঝে। প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার জন্য সরকারের নির্দেশনা থাকার পরেও সিলেটের হাট-বাজার রাস্তাঘাট, বাস টার্মিনালে মানুষের উপস্থিতি ছিলো অন্যদিনের চেয়ে বেশী।
বৃহস্পতিবার সিলেট সিটি করপোরেশনের বাস, গণপরিবহন লেগুনা, সিএনজি অটোরিকশাসহ জকিগঞ্জসহ কিছু আঞ্চলিক সড়কে স্বল্প সংখ্যক বাসও চলাচল করেছে। মোটর সাইকেল রাইডাররাও সচল ছিলেন রাস্তায়। অতিরিক্ত ভাড়া নেয়ার প্রবনতা ছিলো চতুর্থ দিনেও। রাস্তাঘাটে পুলিশের উপস্থিতি ছিলো না বললেই চলে। তবে ট্রেন ও বিমান বন্ধ ছিলো ৪ দিনই।
অপরদিকে, করোনার উর্ধ্বগতির মাঝে আজ থেকে সারাদেশের মতো সিলেটেও খুলছে দোকানপাট। এজন্য সিলেটের ব্যবসায়ীদের প্রস্তুতিও চুড়ান্ত।