শহরতলীর মানসীনগরে দুই পক্ষের সংঘর্ষে ২৬ জন আহত
প্রকাশিত হয়েছে : ০৯ এপ্রিল ২০২১, ১১:৪৭:৩৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : জালালাবাদ থানার মানসীনগরে দুই পক্ষের সংঘর্ষে ২৬ জন আহত হয়েছেন।
এসএমপি সূত্র জানাত, গতকাল রাত সাড়ে ৭ টার দিকে জালালাবাদ থানাধীন শিবের বাজারস্থ ১নং জালালাবাদ ইউনিয়নের অন্তর্গত মানসীনগর সাকিনে রাস্তায় প্রতিবন্ধক খুটি পুঁতা ও খুটি উপড়ে ফেলা নিয়ে জনৈক জামাল মিয়া(৪০) পিতা-মৃত জমশেদ মিয়া, সাং-মানসীনগর, থানা- জালালাবাদ গং ও আনিছ মিয়া(৫০) পিতা-মৃত বশির মিয়া, সাং-মানসীনগর, থানা- জালালাবাদ মধ্যে মারামারি হয়। এতে জামাল মিয়ার পক্ষের ১৫ জন এবং আনিছ মিয়ার পক্ষের ১১ জন লোক সহ সর্বমোট ২৬ জন আহত হয়। দেশীয় লাঠি-সোটা সহ ইটপাটকেল এর আঘাতে শরীরের বিভিন্ন স্থানে আঘাত প্রাপ্ত হয়ে বর্তমানে তারা সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এর বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসাধীন আছে।পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। উক্ত ঘটনায় অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আহতর হলেন,
জামাল এর পক্ষের ১। জামাল মিয়া(৪০), ২। আখলাই মিয়া(৪৫), ৩। সাচ্চা মিয়া(৩৫), ৪। ফুল মিয়া(৩০), সর্ব পিতা-মৃত জমশেদ মিয়া, ৫। রেদন মিয়া(৩০) পিতা-মৃত হাবিব উল্লাহ, ৬। মনোয়ার হোসেন(২৫), ৭। আনোয়ার হোসেন(২০) উভয় পিতা-আফতাব আলী, ৮। সৈয়দ মিয়া(৪০), পিতা-মৃত জমশেদ মিয়া, ৯। শায়েস্তা মিয়া(২৮), পিতা-মৃত জমশেদ মিয়া, ১০। শিরিনা বেগম(২৫) স্বামী- সৈয়দ মিয়া, ১১। রুপিয়া বেগম(৩৪) স্বামী- আবুল হোসেন, ১২। বিলকিছ(১৪), পিতা- জামাল মিয়া, ১৩। আনছার(৪৫) পিতা-মৃত দুরমন খান, ১৪। রংফুল নেছা(৪০) স্বামী-রেদন মিয়া, ১৫। সোনিয়া(১৩) পিতা- সাইচ্চা মিয়া, সর্ব সাং-মানসীনগর, থানা- জালালাবাদ জেলা-সিলেট।
আনিছ মিয়ার পক্ষের ১। রফিকুল ইসলাম(২২), ২। হোসাইন(১৬), ৩। সাইদ(১১), ৪। আফজাল(২০), ৫। সাবিনা বেগম(১৪), সর্ব পিতা-আনিছ মিয়া, ৬। আনিছ মিয়া(৫০), ৭। সাবুল মিয়া(৩২) উভয় পিতা-মৃত বশির মিয়া, ৮। নজরুল(১৬) পিতা- মাহফুজ আলী,৯। নুরুল আমিন(৩৫), পিতা-কালা মিয়া, ১০। হুসনে আরা(৩০) পিতা-মৃত আলী আহমদ, ১১। নেওয়াবুন নেছা(৫০) স্বামী-মৃত আলী আহমদ, সর্ব সাং-মানসীনগর, থানা- জালালাবাদ জেলা-সিলেট।