খ্যাতিমান সাংবাদিক হাসান শাহরিয়ার এর আরোগ্য কামনায় সিলেটে দোয়া
প্রকাশিত হয়েছে : ০৯ এপ্রিল ২০২১, ২:২২:২৮ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: জাতীয় প্রেসক্লাবের প্রাক্তন সভাপতি খ্যাতিমান সাংবাদিক হাসান শাহরিয়ার এর আরোগ্য কামনায় আজ বাদ জুমআ নগরীর কুদরত উল্লাহ জামে মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
সিলেট প্রেসক্লাবের প্রাক্তন সভাপতি, দৈনিক জালালাবাদ সম্পাদক মুকতাবিস উন নূর এর উদ্যোগে অনুষ্ঠিত দোয়া মাহফিলে হাসান শাহরিয়ার রোগ মুক্তি কামনা করে মোনাজাত করেন কুদরত উল্লাহ জামে মসজিদের ইমাম ও খতিব সাঈদ বিন নূরুজ্জামান মাদানী।
এতে করোনার গজব থেকে আল্লাহ তায়ালার দরবারে পানাহ চাওয়া হয়।
উল্লেখ্য করোনাসহ অন্যান্য জটিল রোগাক্রান্ত হাসান শাহরিয়ারকে গতকাল ঢাকা’র একটি হাসপাতালে আইসিইউতে ভর্তি করা হয়েছে।