১৪ এপ্রিল থেকে সারাদেশে কঠোর লকডাউন, রোববার প্রজ্ঞাপন জারি
প্রকাশিত হয়েছে : ০৯ এপ্রিল ২০২১, ৩:৫৫:২৭ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক : করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে আগামী ১৪ এপ্রিল থেকে সারাদেশে কঠোর লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। লকডাউনে শুধু জরুরী সেবা ছাড়া সরকারী-বেসরকারী সকল প্রতিষ্ঠান, গার্মেন্টস কারখানা, গণপরিহন সব বন্ধ থাকবে।
শুক্রবার (৯ এপ্রিল) দুপুরে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন।
প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানান, ১৪ এপ্রিল থেকে জরুরী সেবা ছাড়া সরকারী-বেসরকারী সকল প্রতিষ্ঠান বন্ধ থাকবে।অ্যাম্বুলেন্স ছাড়া সকল গণপরিবহণও বন্ধ থাকবে।কোনোভাবেই মানুষ ঘরের বাইরে আসতে পারবে না
তিনি বলেন, রোববার প্রজ্ঞাপন জারি করে বিষয়টি স্পষ্ট করা হবে। এই লকডাউনে শুধু জরুরী সেবা চালু থাকবে। কোনোভাবেই মানুষ ঘরের বাইরে আসতে পারবে না।