২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ৬৩, আক্রান্ত ৭৪৬২
প্রকাশিত হয়েছে : ০৯ এপ্রিল ২০২১, ৪:৪৩:০০ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক: গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় ৬৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত দেশে করোনায় মারা গেছেন নয় হাজার ৫৮৪ জন।
এদিকে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা শনাক্ত হয়েছে ৭৪৬২ জনের। এ নিয়ে দেশে মোট শনাক্ত হয়েছেন ছয় লাখ ৭৩ হাজার ৫৯৪ জন।
শুক্রবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ সময়ে সুস্থ হয়েছেন আরও ৩ হাজার ৫১১ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ৬৮ হাজার ৫৪১ জন।