সুনামগঞ্জে ছোটভাইয়ের দা’র কোপে বড়ভাই আহত
প্রকাশিত হয়েছে : ০৯ এপ্রিল ২০২১, ৬:১১:৪০ অপরাহ্ন
জামালগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জ পৌরসভার ষোলঘর এলাকায় কলেজ পড়ুয়া ছোটভাই কোন কারণ ছাড়াই আপন বড়ভাইকে দা দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করেছে। দায়ের কোপে বড়ভাইয়ের নাড়িভূড়ি বের হয়ে গেছে এবং হাতের বিভিন্ন জায়গায় জখম হয়েছে। গুরুতর আহত উৎপল সরকারকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। হামলাকারী উজ্জল সরকার (১৯) কে পুলিশ আটক করেছে।
বৃহস্পতিবার রাতে শহরের ষোলঘরস্থ রুহিত ভিলার দ্বিতীয় তলায় তাদের ভাড়া বাসার ফ্লাটে এ ঘটনাটি ঘটে। খবর পেয়ে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে রক্তমাখা দা ও আলামত সংগ্রহ করে হামলাকারী উজ্জল সরকারকে আটক করে থানায় নিয়ে আসে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গুরুতর আহত উৎপল সরকার দীর্ঘদিন মৌলভীবাজারের একটি ওষুধ কোম্পানীতে চাকুরী করেছেন এবং এখন সুনামগঞ্জ শহরে একটি ফার্মেসী করার পরিকল্পনা ছিল। তিনি পাশর্^বর্তী নেত্রকোনা জেলার খালিয়াজুরী থানার জুগিমারা গ্রামের উমাকান্ত সরকারের ছেলে। তারা ছয়ভাই। উজ্জল সরকার সবার ছোট এবং খালিয়াজুরী কৃষ্ণপুর কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র। করোনা চলমান থাকার কারণে স্বপরিবারে ছয়ভাই ঐ রুহিত ভিলার দ্বিতীয় তলার একটি ফ্লাটে ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন।
এ ব্যাপারে সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কোন কারণ ছাড়া একভাই আরেক ভাইকে এভাবে দা দিয়ে কোপাতে পারে না, নিশ্চয়ই পারিবারিক কোন কলহ থাকতে পারে, তবে তদন্ত সাপেক্ষে আসল ঘটনা উদ্ঘাটন হবে বলে আশা প্রকাশ করেন।